শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৩ জুন, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের উদ্যোগে ৭৪টি দুস্থ শিশু ঈদের পোশাক পেয়েছে। ঈদ উপহার হিসেবে সরকারি শিশু পরিবারের প্রত্যেক শিশুর হাতে একটি করে ব্লেজার, স্যুট ও কোটি তুলে দেন অতিথিরা।
পোশাক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন- গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন- গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-আর-রশীদের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে (সাড়ে ৮টা) সরকরি শিশু পরিবারে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সরকরি শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক আল আমিন ও দুস্থ শিশুরা বক্তব্য রাখেন।
সরকারি শিশু পরিবারের শিশুরা দামী এই পোশাক পেয়ে খুবই উচ্ছ্বসিত ও অনন্দিত।
শিশু পরিবারের শিশু সজল মোল্লা ও সজিব শেখ বলে, এত সুন্দর ও দামী পোশাক আগে আমাদের কেউ দেয়নি। এই পোশাক পেয়ে আমরা খুবই খুশি। এই পোশাক পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পৌর মেয়র শেখ রকিব হোসেনের জন্য দোয়া-মোনাজাত করবো।