বাসস
  ২৩ জুন ২০২৩, ১৪:১৪

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম, ২৩ জুন, ২০২৩ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কুড়িগ্রামে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।  
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি এড. আব্রাহাম লিংকন ও সাঈদ হাসান লোবান, যুগ্ম-সম্পাদক ওবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। কুড়িগ্রামসহ সারাদেশের পাশাপাশি অভূতপূর্ব উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়।