শিরোনাম
নাটোর, ২৩ জুন, ২০২৩ (বাসস) : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নূরুল আমিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের এনার্জি সেক্টর শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়েছে।
এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও প্রেটোলিয়াম বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসনে সহকারী কমিশনার (আইসিটি) সঞ্জয় দাস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এবং ফ্রেন্ডস্ গ্রুপের পরিচালক হাবিব আহসান বাবু।