শিরোনাম
পাবনা, ২৩ জুন ২০২৩ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।
আজ শুক্রবার জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোকসজ্জা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল আলোচনাসভায় সভাপতিত্ব করেন।
এদিন, বিভিন্ন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌরসভার মেয়র শরীফউদ্দিন প্রধান-সহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।