শিরোনাম
ঢাকা, ২৪ জুন, ২০২৩ (বাসস) : বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ।
আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।
এর আগে বিএসএমএমইউয়ে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, সর্বস্তরের কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় উপাচার্য আরো বলেন, দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। এদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এদেশের স্বাস্থ্য সেবাখাত পূর্ণতা পেয়েছে। এদেশে এখন কিডনী ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্য্যান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, বন্ধ্যাত্ব, জটিল হৃদরোগ, ক্যান্সারসহ সব ধরণের রোগের উন্নত চিকিৎসাসেবা দেশের চিকিৎসকরাই প্রদান করছেন। এছাড়া শিগগিরই চালু হবে রোবটিক সার্জারি। বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবার জন্য এখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই।