শিরোনাম
নড়াইল, ২৫ জুন, ২০২৩ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে নড়াইল পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে নড়াইল পৌরসভা চত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, পৌর কাউন্সিলর মো: রেজাউল বিশ্বাস, নড়াইল পৌর সভার হিসাব রক্ষক মোঃ সাইফুজ্জামান,প্রধান অফিস সহকারী শিমুল কুমার ঘোষসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র আঞ্জুমান আরা জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় নড়াইল পৌর সভায় ৪ হাজার ৬ শত ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।