বাসস
  ২৫ জুন ২০২৩, ১৭:৪৬

ভোলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

ভোলা, ২৫ জুন, ২০২৩ (বাসস) : ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাশসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তিযোদ্ধা কর্নারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা ও প্রেস ক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদ করিম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক প্রমূখ।