বাসস
  ২৫ জুন ২০২৩, ১৭:৫০
আপডেট  : ২৫ জুন ২০২৩, ২০:০০

গোপালগঞ্জে ‘স্মার্ট ক্যাশলেস’ পশুরহাট উদ্বোধন

গোপালগঞ্জ, ২৫ জুন ২০২৩ (বাসস) : জেলায় আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ছয়টি ‘স্মার্ট ক্যাশলেস’ পশুরহাট স্থাপন করা হয়েছে।
আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়ার পাটগাতি পশুরহাটে স্মার্ট ক্যাশলেস লেনদেন শুরুর মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
জেলায় স্থাপিত ‘স্মার্ট ক্যাশলেস’ পশুরহাটগুলো হচ্ছে- গোপালগঞ্জ পৌরসভায় মানিকদাহ হাউজিং প্রকল্প, সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তালা কেকানিয়া পশুর হাট, মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজার, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি পশুর হাট, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি পশুর হাট এবং কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পশুর হাট।
সোনালী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড ও ডাচবাংলা ব্যাংক লিমিটেড এ কার্যক্রমে অংশ নিবে। এ পদ্ধতিতে নগদ টাকা লেনদেনের জন্য যেসব ঝুঁকি থাকে তা থেকে ক্রেতা ও বিক্রেতারা রেহাই পাবেন। শুধুমাত্র কিউআর কোডের মাধ্যমে পশুর ক্রেতা ও বিক্রেতারা তাদের কেনা বেচার আর্থিক লেনদেনের কাজটি সম্পন্ন করতে পারবেন।