শিরোনাম
ঢাকা, ২৫ জুন, ২০২৩ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর এর শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য শাকিরকে রাজধানীর কাফরুল এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দীর্ঘ ৯ বছর ধরে পলাতক মো. শাকির খান (৪২) রাজধানীর আদাবর থানার মৃত এছান খানের পুত্র। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাকির।
র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল শনিবার বিকেলে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তিনি জানান, জঙ্গি নেতা শাকির দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছদ্মবেশে এ সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২টি মামলা রয়েছে এবং আদাবর থানার আরেকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
র্যাব বলছে, জঙ্গি নেতা শাকির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমীরের সাথে নিয়মিত যোগাযোগ, অফলাইন ও অনলাইনের মাধ্যমে এর প্রুপ লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।