বাসস
  ২৫ জুন ২০২৩, ২৩:৩৩

ভারপ্রাপ্ত সেনাপ্রধানের সঙ্গে শান্তিরক্ষা বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ঢাকা, ২৫ জুন, ২০২৩ (বাসস) : জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে লাক্রোয়া  আজ সেনা সদর দফতরে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বলে আইএসপিআর- এর এএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারা মালি মিশনের বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যত কার্যক্রম নিয়েও আলোচনা করেন। ভারপ্রাপ্ত সেনাপ্রধান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের জন্য আন্ডার সেক্রেটারি-জেনারেলকে অনুরোধ করেন।
লাক্রোয়া  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ ও বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণের জন্য আরো শান্তিরক্ষী নিয়োগের বিষয়টি বিশেষ বিবেচনার আশ্বাস দেন।
তারা ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ নিয়োগের জন্য বাংলাদেশি এবং বিশেষ করে নারী শান্তিরক্ষী নিয়োগের বিষয়েও আলোচনা করেন।
এই বছরের ডিসেম্বরে ঘানার রাজধানী আক্রায়  অনুষ্ঠিতব্য  পিসকিপিং মিনিস্ট্রিয়াল-২০২৩ প্রিপারেটরি কনফারেন্স উপলক্ষে লাক্রোয়া  বাংলাদেশ সফর করছেন।
‘উইমেন ইন পিস’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে।