শিরোনাম
নাটোর, ২৬ জুন, ২০২৩ (বাসস) : সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা আজ সোমবার বেলা ১১টায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইস্্রাফিল ইসলাম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার সুখী-সমৃদ্ধ স্মার্ট দেশ গড়ার কাংখিত গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সমাজের স্থিতিশীলতা প্রয়োজন। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দ এবং শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সমাজে প্রভাব বিস্তারে সক্ষম এ ধরণের ব্যক্তিবর্গ সমাজে আলো ছড়িয়ে অন্ধকার দূর করতে পারেন।
পরে জেলা প্রশাসক নাটোর সদর উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পাঠাগারের জন্যে ১৮টি আলমিরার চাবি হস্তান্তর করেন। একই সাথে ইমাম-মুয়াজ্জিনদের ওরিয়েন্টেশনও অনুষ্ঠিত হয়।