শিরোনাম
ঢাকা, ২৬ জুন, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জ্যেষ্ঠ টেলিফোন অপারেটর মো. বদিউল আলম আজ সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বয়েস হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদে প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও রাষ্ট্রীয় এই বার্তা সংস্থার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা বদিউল আলমের মৃতুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানানো হয়, বদিউল আলমের লাশ তার গ্রামের বাড়ী কুমিল্লায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাযা শেষে দাফন করা হবে।