বাসস
  ২৬ জুন ২০২৩, ১৮:২০

যশোরের ৮২ ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত

যশোর, ২৬ জুন, ২০২৩ (বাসস): জেলায় ৮২ টি ঈদগাহ ও মসজিদের ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭ টা ১৫ মিনিটি থেকে ৯ টায় মধ্যে ঈদের নামাজ শুরু হবে। জেলা ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৭ টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৮ টা ১৫ মিনিটে, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৬টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৮ টা ১৫ মিনিটে, চাঁচড়া ডালমিল জামে মসজিদ সকাল সাড়ে ৭ টায়, কারবালা জামে মসজিদ সকাল ৭ টায় ও ৮ টায়, ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল ৮ টায়, কোতয়ালি জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদ সকাল সাড়ে ৭ টায়, রেল রোড আল-মসজিদুল আকসায় সকাল সাড়ে ৭ টায়, বায়তুস সালাম (মাইকপট্রি) জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ ১ম জামাত সকাল ৭ টায়, ২য় জামাত ৭ টা ৪৫ মিনিটে,সদর হাসপাতাল জামে মসজিদ সকাল সাড়ে ৭ টায়, দড়াটানা মাদ্রাসা জামে মসজিদ সকাল ৭ টা ৪৫ মিনিটে, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল ৭ টা ৪৫মিনিটে, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭ টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, লেবুতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, ইছালী কামার ঘোন্না কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, বিজয়নগর দক্ষিণ ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দান সকাল ৭ টায়, ঘুরুলিয়া স্কুল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়,বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, এড়েন্দা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, আবেদিয়া দাখিল মাদ্রাসা ফুলতলা ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, চুড়ামনকাটি-ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়,খোলাডাংগা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়,রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৪৫ মিনিটে, জোত রহিমপুর ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, কেসমত রাজাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, কাঁঠালতলা ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, কোদালিয়া ঈদগাহ ময়দান সকাল ৮ টায় ও চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দান সকাল ৭ টায়।
কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭ মিনিটে, নুড়ীতলা ঈদগাহ সকাল সাড়ে ৮ টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায়,মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮ টায়, কেশবপুর পৌরসভা পুরাতন ঈদগাহ সকাল সাড়ে ৮ টায়।
চৌগাছ কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, পাতিবিলা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, হাকিমপুর ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, পাশাপোল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, সলুয়া বাজার ঈদগাহ ময়দান সকাল ৮ টায়,নারায়নপুর ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়।
ঝিকরগাছা বি এম হাই স্কুল ময়দান সকাল সাড়ে ৭ টায়, কাটাখাল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, কায়েমকোলা বাজার ইদগাহ ময়দান সকাল ৮টায়, বাকড়া জে.কে হাইস্কুল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, মাটিকুমড়া স্কুল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, বাইশা স্কুল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়।
মণিরামপুরের জালঝাড়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, মনিরামপুর থানা ঈদগাহ ময়দান, বাকোশপোল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, নেহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়,মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়।
বাঘারপাড়া সি, মাদ্রাসা ঈদগাহ সকাল ৮ টা,দোহাকুলা বাজার মসজিদ ঈদগাহ সকাল সাড়ে ৮টায়,চাড়াভিটা হাইস্কুল মাঠ ঈদগাহ সকাল সাড়ে ৮ টায়, জামদিয়া হাইস্কুল মাঠ ঈদগাহ সাড়ে ৮ টায়,দয়ারামপুর মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮ টায়, নারিকেলবাড়ীয়া বাজার ঈদগাহ সকাল ৮ টা,খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮ টা,মির্জাপুর ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮ টায়,রায়পুর বাজার ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮ টায়।
অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা হাই স্কুল ময়দান সকাল ৭ টায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়,পায়রা মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়,গাজিপুর রউফিয়া কামিল মাদ্রাসা ময়দান সকাল ৮ টায়, রাজঘাট হাইস্কুল ময়দান সকাল সাড়ে ৭ টায়, পীর বাড়ী ঈদগাহ ময়দান সকাল ৭ টা।
শার্শা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৫০ মিনিটে নাভারণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭ টায়।