শিরোনাম
ঢাকা, ২৬ জুন, ২০২৩ (বাসস) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থেকে ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশের সকল ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
আইজিপি আজ সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
আইজিপি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল আযহার ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছিল, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। গতবারের অভিজ্ঞতার আলোকে এবারও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবারের ঈদ অন্যান্য ঈদের চেয়ে একটু ভিন্ন। গত ঈদে শুধু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবার যাত্রীর পাশাপাশি কোরবানির পশু পরিবহন, পশুরহাটের ও মৌসুমী ফল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবকিছু বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বেপারীদের পশুবাহী ট্রাক ও ট্রলারে গন্তবের নাম লিখে রাখার অনুরোধ জানান। পশুবাহী ট্রলার বা ট্রাক নিয়ে টানাটানি করার অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আইজিপি।
সম্প্রতি জাল নোট সরবরাহকারীদের গ্রেফতার করে তাদের কাছ থেকে প্রায় ৪ কোটি জাল টাকা উদ্ধার করা হয়েছে এ কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ঈদকে সামনে রেখে প্রতারকরা যাতে জাল নোট বাজারজাত করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ঈদে ঘরমুখো সাধারন মানুষের যাত্রাপথে ও পশুর হাটে ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির সদস্যরা কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম করতে না পারে সেজন্যও পুলিশ কাজ করছে। এ ধরনের নাশকতামূলক কাজ করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান পুলিশ প্রধান।
নগরবাসীর উদ্দেশে আইজিপি বলেন, ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবার সময় মূল্যবান মালামাল নিরাপদ হেফাজতে রেখে যাবেন। পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে। পুলিশ সদস্যরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। কোনো ধরনের সমস্যা হলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করুন, আমরা দ্রুত ব্যবস্থা নিব।’
যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। ঈদযাত্রাকালে যানজটকালীন ভুক্তভোগীর অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করতে মোটরসাইকেলবাহী পুলিশের বিশেষ টিম কাজ করবে বলেও জানান তিনি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে গরু চুরির অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, সবগুলো হাটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, হাটে গরু চুরির ঘটনা ঘটলে, তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
গাবতলী বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ডিএমপি কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।