বাসস
  ২৮ জুন ২০২৩, ১৬:০৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বউ-শ্বাশুড়ি নিহত : আহত ১৫

টাঙ্গাইল, ২৮ জুন, ২০২৩ (বাসস) : জেলার কালিহাতীতে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এক দুর্ঘটনায় বউ-শ্বাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই গার্মেন্টস কর্মী বউ-শ্বাশুড়ি হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি আক্তার (২০) ও তার শ্বাশুড়ি নাসিমা বেগম (৪৫)।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এলিন আরাফাত অনিক জানান, রাতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন রোগী আহতবস্থায় স্বাস্থ্য কমপ্লে¬ক্সে আসে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয় এবং নাসিমা বেগম নামের এক নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে মারা যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাককে ঢাকা বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ দ্রুত এবং বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন ও কালিহাতী হাসপাতালে আরও একজনসহ মোট দুইজন পিকআপের যাত্রী নিহত হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশ দুটি আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।