শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৯ জুন, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানের পরিবর্তে শহরের কোর্ট মসজিদে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় ।
এ নামাজে ইমামতি করেন কোর্ট মসজিদে ইমাম মাওলানা হাফিজুর রহমান। এরপর একই স্থানে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া উপজেলাসহ জেলার শতাধিক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ উপলক্ষে গোপালগঞ্জকে বর্ণিল সাজে সাজনো হয়েছে। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সহ শহরের দর্শণীয় স্খান সমূহ আলোক সজ্জা করা হয়েছে।