বাসস
  ২৯ জুন ২০২৩, ১৪:১৪

কুষ্টিয়ায় ২৬০টি ঈদগাহে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

কুষ্টিয়া, ২৯ জুন, ২০২৩ (বাসস) : বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্যদিয়ে ২৬০টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ হাজার মুসুল্লীর সাথে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি নামাজ আদায় করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যকালে বলেন, ঈদুল আযহার শিক্ষা নিয়ে দেশ গড়তে সকলে ঐক্য্যবদ্ধ হই। কোন বিশৃংলাপুর্ণূ পরিবেশ দেশের মধ্যে সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে না তুলি। এই হোক আমাদের মহান আল্লাহপাকের অশেষ চাওয়া।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। পরে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া শহরের বায়তুল জান্নাত জামে মসজিদ ঈদগাহ, থানাপাড়া ঈদগাহসহ মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা ও দৌলতপুর উপজেলার ঈদগাহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় ঈদুল আযহার অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষ মুসুল্লীরা শহরের বিভিন্ন স্পটে পশু কোরবানিতে অংশ নেয়।