শিরোনাম
ঢাকা, ৩০ জুন, ২০২৩ (বাসস) : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এবং একটি ডুবুরি দলের এক ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাসসকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা- টু চাঁদপুর রুটের ময়ুর-৭ নামক তিন তলা বিশিষ্ট একটি লঞ্চ বাধা ছিল। ওই লঞ্চটিতে কোন যাত্রী ছিল না। হঠাৎ করে লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১১টা ৫ মিনিটের সময় সদরঘাট ফায়ার স্টেশন থেকে প্রথম দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সূত্রাপুর থেকে ২টি, পোস্তগোলা থেকে ২টি, সদরঘাট নদীবন্দর থেকে ২টি এবং হেডকোয়াটার্স থেকে ৫টি ইউটিনসহ মোট ১৩ টি ইউনিট এবং একটি ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খালেদা ইয়াসমিন আরো জানান, এখনও লঞ্চের ভেতর থেকে প্রচুর কালোধোঁয়া বের হচেছ। লঞ্চের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।