বাসস
  ৩০ জুন ২০২৩, ২১:০১

নীলফামারীতে চলছে শ্রীশ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরের শতবর্ষ পূর্তি উদযাপন

নীলফামারী, ৩০ জুন, ২০২৩ (বাসস) : জেলা শহরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শ্রীশ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরের শতবর্ষ পূর্তি। এ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্দির চত্বর থেকে একটি বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন নীলফামারীর পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় মন্দির কমিটির সভাপতি ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন সহ-সভাপতি দেবাশীষ মজুমদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সনদ কুমার দাস প্রমুখ। 
আলোচনা শেষে মন্দির পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪৬ ব্যক্তিকে সন্মননা প্রদান করা হয়। পরে  সেখানে ধর্মসভা ও রামায়ন কীর্তন পরিবেশিত হয়।
মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, মন্দিরের শতবর্ষ পূতি উপলক্ষে তিনদিনের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূজা অর্চনা, চন্ডীপাঠ, সমবেত প্রার্থনা, বৃক্ষরোপণ, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, দ্বীপদান ও শ্যামা সঙ্গীত, ভক্তিমূলক গান, নৃত্যানুষ্ঠান পরিবেশন। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে আগামীকাল শনিবার সন্ধ্যায় রামায়ন কীর্ত্তনের মধ্য দিয়ে।