বাসস
  ৩০ জুন ২০২৩, ২১:৪৯

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইল, ৩০ জুন, ২০২৩ (বাসস): টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ও বিকেলে এলেঙ্গায় বাসস্ট্যান্ড ও সরাতৈল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও অটোররিক্সার সংঘর্ষে চালকসহ ৩ নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজ পাড়া এলাকার মৃত আনোয়ারের ছেলে আব্দুল আওয়াল (১৬), একই এলাকার মৃত রিপনের ছেলে ফকরউদ্দিন (১৬) এবং অটো চালক শাহজাহান মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫)।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহিদ হাসান এবং টাঙ্গাইল সদর থানার পরিদর্শক নাসির উদ্দিন বলেন, হতাহতরা ঈদ উপলক্ষে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যান। পরে তারা বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এসে পৌঁছায়। এ সময় গোপালপুর থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। আহত ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুত্বর আহত ৬ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহত ৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সিএনজির ধাক্কায় সাহারা খাতুন (৭২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার মৃত শুকুর মাহমুদের স্ত্রী।
নিহতের ছেলে ইয়াকুব জানায়, আমার মা তার ভাইয়ের বাড়ি বঙ্গবন্ধু সেতু এলাকার গরিলাবাড়ি এলাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের জানায় আমার মা মহাসড়কের পাশে পয়ে রয়েছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।