বাসস
  ০১ জুলাই ২০২৩, ১৮:৪২

হলি আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ

ঢাকা, ১ জুলাই, ২০২৩ (বাসস) : পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতালি, জাপান, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে হলি আর্টিজান সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হলি আর্টিজান বেকারিতে হামলার সপ্তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইতালি দূতাবাস আজ এক স্মরণসভার আয়োজন করে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করেন। মহাপরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর জন্য বাংলাদেশ সরকারের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত ও অবিচল সমর্থনের জন্য ইতালি, জাপান ও ভারতকে ধন্যবাদ জানান।
পরে ২০১৬ সালের এই দিনে ঘটে যাওয়া ট্র্যাজেডির ২০ জন নিরীহ শিকারের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে গণ্যমান্য ব্যক্তিরা হলি আর্টিজান বেকারি পরিদর্শন করেন ।