শিরোনাম
সুনামগঞ্জ, ০২ জুলাই ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পশ্চিম কিত্তার হাওরে নৌকা ডুবিতে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা তিনজন সম্পর্কে আপন ভাইবোন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিম কিত্তার হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- ফারজানা বেগম (১৩), মারজানা বেগম (৮) ও রাহিম মিয়া ওরফে রবি (৬)। তারা তিনজনই উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. সুহেল মিয়ার সন্তান।
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল অদুদ হাওরের পানিতে ডুবে তিনশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে তিন শিশুর পিতামাতা কাজের জন্য পাশর্^বর্তী শান্তিগঞ্জ উপজেলায় গিয়েছিলেন। এদিন অবিরাম বৃষ্টিপাতের ফলে বসতঘরে পানি উঠতে দেখে তিন ভাইবোন ছোট নৌকায় করে নিজেদের গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ের জন্য প্রধান সড়কের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে নৌকাটি গোবিন্দপুর গ্রামের পাশে পশ্চিম কিত্তার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে তিন ভাইবোন পানির নীচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনশিশুর মরদেহ উদ্ধার করে। একই সময়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী তিনশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।