শিরোনাম
সাতক্ষীরা, ২ জুলাই ২০২৩ (বাসস) : জেলায় আজ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত প্রায় ৬০ টন পরিমাণ ভারতীয় কাঁচা মরিচ বাহি ছয়টি ট্রাকে দেশে প্রবেশ করেছে।
পাঁচদিনের ছুটি শেষে আজ রোববার দুপুরে ভারতীয় কাঁচা মরিচ বাহি ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতিটন কাঁচা মরিচের এলসি মুল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতিকেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এসব মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি সম্ভব।
ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ৩০ থেকে ৪০ ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করে তবে একসপ্তাহের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান রোববার জানান, পাঁচদিন বন্ধ থাকার পরে বন্দরের কার্যক্রম শুরুর প্রথমদিন রোববার দুপুরে ছয় ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও মরিচ আসার কথা রয়েছে।
তিনি জানান, আমদানিকারকদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন রয়েছে। আগামীকাল সোমবার থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করবে। এতে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।