শিরোনাম
নাটোর, ৩ জুলাই, ২০২৩ (বাসস) : শহরের স্বাধীনতা চত্বর থেকে উত্তরা গণভবন পর্যন্ত সড়ক দ্বীপে ১০ হাজার সৌন্দর্যবর্ধন বৃক্ষ রোপণ কর্মসূচি ‘গ্রীণ নাটোর’ এর কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় স্বাধীনতা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় দুইশ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী নাটোর শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে শহরের সড়ক প্রশস্তকরণসহ চারলেনে উন্নীতকরণ কাজ সম্পন্ন হয়েছে। সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপণের মাধ্যমে আজ থেকে এ কার্যক্রম শুরু হলো।
জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগ ‘গ্রীণ নাটোর’ কর্মসূচি বাস্তবায়ন করছে।