বাসস
  ০৩ জুলাই ২০২৩, ১৮:২৫

মৌলভীবাজারে সেফটিক ট্যাঙ্কে পড়ে ভাইবোনের মৃত্যু

মৌলভীবাজার, ৩ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে রোববার সন্ধ্যায় সেফটিক ট্যাঙ্কে পড়ে মো: হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২) নামে  ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
তারা হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার সন্তান। 
জানাযায়, দুই ভাইবোন সকালে সেফটিক ট্যাংকের পাশে খেলা করছিল। পরিবারের লোকজনের অজান্তেই  কোন এক সময় তারা ঘরের পেছনের সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। অনেক  খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে সন্ধ্যার সময় পরিবারের লোকজন সেফটিক ট্যাঙ্কের একাংশ ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। সাথে সাথে ট্যাঙ্কের উপরের অংশ ভেঙে সংকটাপন্ন অবস্থায় তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, এটি একটি নিছক দুর্ঘটনা। অসাবধানতাবশত তারা দুই ভাইবোন সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। আদরের সন্তানদের হারিয়ে পরিবার ও স্বজনদের  মাঝে শোকের মাতম চলছে। 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।