বাসস
  ০৩ জুলাই ২০২৩, ১৯:৫২
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২০:৩৬

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভাগ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন : চট্টগ্রামে নওফেল

চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৩ (বাসস) : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি কিভাবে ভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।
আজ (সোমবার) সকালে চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঈদ উল আযহার শুভেচ্ছা পোঁছে দিতে গিয়ে সমবেত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।
এই সময় তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধান করেন। বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এই সময় উপমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ১০০ পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। তিনি অসুস্থ আওয়ামী লীগ নেতা লায়ন মো. ইখতেয়ার ও মো. রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জননেত্রী শেখ হাসিনা আপনাদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাঁর ঈদের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে এসেছি। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। বঙ্গবন্ধু কন্যার ওপর আপনাদের আস্থা রাখতে হবে। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। 
শুভেচ্ছা বিনিময়কালে উপমন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক সর্দার, দিদারুল আলম, আকতার জামান, ফারুক জামান, রেজাউল করিম রাজু, জুবায়ের কাকী, আশরাফ উদ্দিন সিদ্দিকী জাগির প্রমুখ।