বাসস
  ০৩ জুলাই ২০২৩, ২৩:৫৮
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:৪৮

তেলবাহী জাহাজ সাগর নন্দিনী ২ তে আবারও বিস্ফোরণে ৯ পুলিশসহ আহত ১১

ঝালকাঠি, ৩ জুলাই, ২০২৩ (বাসস) : ঝালকাঠির সুগন্ধ্যা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী ২ তে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯ পুলিশসহ ১১ জন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ পদ্মা-মেঘনা পেট্টোলিয়াম ডিপো সংলগ্ন সুগন্ধ্যা নদীতে ওটি সাগর নন্দিনী-২ এর অগ্নিকান্ডে লাশ উদ্ধার অভিযান শেষে পুনরায়  জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
আহতদের মধ্যে শওকত ও দীপ নামে দুই পুলিশ কনস্টেবলকে বরিশাল  শেরে-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ সন্ধ্যা সাতটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে  ওটি সাগর নন্দিনীতে  থাকা পুলিশ ও নৌপুলিশ সদস্যরা নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় ট্রলার চালক ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন- কনস্টেবল পলাশ (২৫), এ এসআই গণেশ (৪২), এসআই হাকিম (৫০), কনস্টেবল মেহেদী (২৭), কনস্টেবল শওকত (২৩), দীপ (২৪) নৌ-পুলিশের এটিএসআই হেলাল উদ্দিন (৫৫), নায়েক সিদ্দিক (৪৫), এসআই মোস্তফা (৪৩), শ্রমিক হালিম হাওলাদার (৫০), বাবুর্চি কাইয়ুম (৩২) ।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে গুরুতর দগ্ধদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে । হঠাৎ বিস্ফেরণের বিকট শব্দে ঝালকাঠি শহরে আতংক ছড়িয়ে পড়ে। নদীর তীরে বসবাস করা লোকজন বাড়ি-ঘর ছেড়ে ছোটাছুটি শুরু করে।
গত ১ জুলাই, শনিবার দুপুর আনুমানিক ২টায় ঝালকাঠির সুগন্ধ্যা নদীতে জালানি তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-২-এ বিস্ফোরণের  ঘটনা ঘটে।
জাহাজটি পদ্মা পেট্টোলিয়াম কর্পোরেশনের ১১ লক্ষ লিটার জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি ডিপোতে আসে।
সুগন্ধ্যা নদী তীরে নোঙ্গর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় জেলা প্রশাসক কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনকে প্রধান করে এই তদন্ত টিম তদন্ত কাজ শুরু করেছে।  
ঝালকাঠির পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল জানান, লাশ উদ্ধার অভিযান শেষ হওয়ার পরও আমাদের ১৩ জন পুলিশ সদস্য জাহাজটি পাহারা দিচ্ছিলো। হাঠাৎ বিকট বিস্ফোরণে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে। আমাদের কোন পুলিশ সদস্য নিখোঁজ নেই।