বাসস
  ০৫ জুলাই ২০২৩, ১৪:৩৮

রাঙ্গামাটিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ

রাঙ্গামাটি, ৫ জুলাই, ২০২৩ (বাসস) : জেলা শহরের  ফুটপাত ও সড়কে অবৈধভাবে  দখলকারীদের দোকানপাটে   আজ উচ্ছেদে অভিযান চালিয়েছে রাঙ্গামাটি  জেলা পুলিশ।
বেলা ১১টা থেকে   রাঙ্গামাটি  শহরের  বনরূপা, ফরেস্ট রোড ও হ্যাপির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা  হয়।
কয়েক ঘন্টাব্যাপী চলা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে শতাধিক ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে গাড়ী পাকিং ও মূল দোকানের বাইরে সড়ক পর্যন্ত  যেসব মালামাল রাখা হয় তা অপসারণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, নিরাপত্তার স্বার্থে  ও শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে  ফুটপাত ও সড়ক দখলকারীদের অবৈধ দোকানপাট ও পার্কিংয়ের বিরুদ্ধে এ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এ সময় শহরের ফুটপাত দখল ও অবৈধ সিএনজির যানজট মুক্ত করার দাবি জানান স্থানীয়রা।