শিরোনাম
ঢাকা, ৫ জুলাই ২০২৩ (বাসস) : সুপ্রিমকোর্টের আইনজীবী ও ডেপুটি এটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ৫ জুলাই ভোরে চট্রগ্রাম শহরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ডেপুটি এটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। এছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এডভোকেট কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। ১৯৪৮ সালে চট্রগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন।