বাসস
  ০৫ জুলাই ২০২৩, ২০:৪৫

তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে ফের নিচে নেমেছে

নীলফামারী, ৫ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় আজ বুধবার সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে সন্ধ্যায় বিপৎসীমার নিচে নেমেছে। এদিন সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ২৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বিকেল তিনটায় ২৭ সেণ্টিমিটার নিচে নামে। পরে রাতে পানি বেড়ে আজ বুধবার সকাল ছয়টায় বিপৎসীমার উপরে উঠে। এরপর সকাল নয়টায় বিপৎসীমার দুই সেণ্টিমিটার নিচে নেমে বেলা ১২টায় ১৩ সেণ্টিমিটার, বিকাল তিনটায় ২১ সেণ্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় ২৫সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 
জেলার ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে নি¤œাঞ্চল প্লাবিত হয়’।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন,‘উজানের ঢলে তিস্তা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। বুধবার সকাল ছয়টায় পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় পানি কমে বিপৎসীমার ২৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে’।