শিরোনাম
ভোলা, ৬ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে গতরাতে ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়। পরে রাতেই সামুদ্রিক আইন অনুয়ায়ী আটক ট্রাক চালক সাদ্দাম হোসেন ও ব্যবসায়ী মো: সোহেলকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসাইন।
জামাল হোসাইন জানান, অভায়শ্রম রক্ষা ২০২৩ আইন অমান্য করে সমুদ্র থেকে মৎস্য শিকার করে
বাজারজাতকরণের লক্ষ্যে এসব মাছ পরিবহনের সময় জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দ করা হাঙ্গর ও শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।