বাসস
  ০৬ জুলাই ২০২৩, ১৫:৪৩

কেরানীগঞ্জে ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় জড়িত ৭ গ্রেফতার : মালামাল উদ্ধার

কেরানীগঞ্জ, ৬ জুলাই, ২০২৩ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জে কলাতিযয়ায় একটি ফ্যাক্টরি নাইট গার্ডকে বেঁধে ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে আনন্ত :জলা সাত ডাকাতকে  গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময়ডাকাতির কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ ও  সাড়ে ৮২ লক্ষ টাকা মালমাল  উদ্ধার করা হয়।
ফ্যাক্টরি আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ তথ্য প্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।
সাভার, গাজীপুর, আশুলিয়া, অভিযান পরিচালনা করে ডাকাড সরদার হামিদুল ইসলাম (৪০) আমিনুল ইসলাম ওরফে রাজু (৪৫), জাহিদ মিযা (৪২) মনিরুল ইসলাম ওরফে রতন ড্রাইভার (৩২) আজিজুল হক আজিজ ড্রাইভার (৪৮) ইসরাফি (৩০, সজল মিযা (৩০) এবং
ডাকাতির মালামাল ক্রয় করার অপরাধে সাভার আশুলিয়া থেকে রাশিদা বেগম (৩৩) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টায়  ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, গত ২ জুলাই রাতে কেরানীগঞ্জ মডেল থানা কলাতিয়া নিশানবাড়ী এলাকায় অ্যাপিজ গ্লোবাল লিঃ কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।
তিনি জানান, দায়িত্বরত সিকিউরিটি গার্ড কারখানার গেটে তালা লাগানোর সময় ৪/৫ ডাকাত গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদের অস্ত্রের  আঘাতে  এক গর্ডের   তিনটি আঙগুল পড়ে যায় এবং ডাকাতরা কারখানার সিকিউরিটি গার্ড ইনচার্র্জকে এলোপাথারি মারপিট করে। সব গর্ডের হাত পা বেঁধে একটি খাটের উপর রেখে কাপড় দিয়ে ঢেকে রাখে। তিনি বলেন এ ঘটনার পর আসামীদের দ্রুত গ্রেফতার করতে ঢাকা জেলা পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম দিক নির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির এর নেতৃত্ব স্পেশাল তদন্ত টিম কারখানার ডাকাতির রহস্য উদ্ঘাটন করতে কাজ শুরু করে। ফ্যাক্টরি আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ তথ্য প্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম,কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, অপারেশন আশিকুর রহমানসহ ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা স্থানীয় গণমাধ্যমে কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।