বাসস
  ০৭ জুলাই ২০২৩, ১১:৪৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া, ৭ জুলাই, ২০২৩ (বাসস) :  জেলা সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটর সাইকেল চালক নিহত হযেছে। এই ঘটনায় মোটর সাইকেলের এক আরোহী  আহত হয়েছে। সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বাজারে গতরাতে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক  জালাল উদ্দিন আজ জানান , জানান, গতকাল দিবাগত রাত ৯টার দিকে বগুড়া মমইন ইকোপার্ক থেকে মোটার সাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়া যাওযার পথে মাটিডালি এলাকায়  রাস্তার  ওঠার সময় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় একটি মালবাহি ট্রাক তার ওপর উঠে পড়ে। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ইমরান মারা যায়।  
নিহত মোটর সাইকেল চালক বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় জিয়ানগর ইউনিয়নের বড়িয়াগ্রামের ইয়াসিন আলীর ছেলে আল ইমরান(৩৫)।
ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। ট্রাকের চালক ও হেলাপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।