শিরোনাম
নাটোর, ৭ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় ‘ভোরের পাখি’ নামে হেলথ ক্লাবের প্রাতঃভ্রমণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই স্বাস্থ্য সেবা সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘ভোরের পাখি’র সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোরে ‘ভোরের পাখি’র কার্যক্রমে অংশগ্রহণ করলে অংশগ্রহণকারীদের শরীর সুস্থ্য থাকবে, প্রশান্ত হবে মন। আর এর মধ্য দিয়ে কর্মব্যস্ত সুখী জীবন তৈরী করা সম্ভব।
জেলা প্রশাসকের পৃষ্টপোষকতায় গড়ে উঠা এই সংগঠনের সদস্যরা ভোরে স্টেডিয়ামের চারপাশে প্রাতঃভ্রমণ শেষ করে এর অভ্যন্তরে জিমে শরীর চর্চা, ইয়োগা এবং মেডিটেশন করবেন। সংগঠনে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নারী ও পুরুষ হেলথ ক্লাবের সদস্য হয়েছেন।