বাসস
  ০৮ জুলাই ২০২৩, ১৯:০৬

গণতন্ত্রী পাটির জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ৮ জুলাই, ২০২৩ (বাসস) : গণতন্ত্রী পাটির স্থগিতকৃত জাতীয় প্রতিনিধি সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 
ইনস্টিটিউশন অব ডিপ্লোামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সেমিনার হলরুমে আজ গণতান্ত্রিী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ এর সভাপতিত্বে স্থগিতকৃত জাতীয় প্রতিনিধি সম্মেলনের ২য় অধিবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ডা. শাহাদাত হোসেনকে সভাপতি, প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজকে সাধারণ সম্পাদক এবং মাহমুদুর রহমান বাবু, বাবুল দে, কানন আরা, এম.এ গনি, আনিসুর রহমান কচি, অশোক ধর, হামিদুল হক দোদুল, যুগল সরকার, শহীদুল ইসলাম বাবলু, প্রদ্যুত রায়, এস.এম বাবর, কে.জি মহিউদ্দিন বাদল, ডা. মানস কুমার গোস্বামী, যুগল সরকারসহ ১৬ সদস্য বিশিষ্ট সভাপতিমন্ডলীর সদস্য এবং ইলিয়াস কবির রানা, আব্দুর রাজ্জাক, মিনহাজ সেলিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহেদ আজাদ আমিন, সমীর চক্রবর্তী, রফিক উদ্দিন চৌধুরী স্বপন, খন্দকার মঞ্জুরুল কবির, এস.এম মামুন, ইব্রাহিম জুয়েল, হাফিজুর রহমান মিন্টু, ড. নাজমুল করিম, নজরুল ইসলাম, অপু দেবনাথ, ইদ্রিস আলী মোল্লা, আতাউর রহমান বাবুল, আব্দুল মালেক, বাপ্পি, জয়নাল আবেদীন  বাবলুসহ ১৭ সদস্য বিশিষ্ট সম্পাদকমন্ডলীর সদস্য, এবং আকতার হোসেন চৌধুরী, আল মামুন রয়েল, নোমান চৌধুরী, আবুল কালাম আজাদ, জেসমিন প্রেমা, অবনি অনিমেষ, উত্তম কুমার রায়সহ ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি  গঠন করা হয়।
সম্মেলনে দেশী-বিদেশী ষড়যন্ত্রকে রুখে দিয়ে নিত্য প্রয়োজনীয় মূল্যের উর্ধ্বগতি রোধ, অর্থ পাচারকারী, সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম রোধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রী পার্টিকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।