শিরোনাম
যশোর, ৯ জুলাই, ২০২৩ (বাসস): জেলার কেশবপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে এডিবি’র দেড় কোটি টাকায় গ্রামীণ জনপদের রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে পৌর সভার ৫৬ লাখ টাকার উন্নয়ন হয়েছে।
কেশবপুর উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সুত্রে জানাগেছে- কেশবপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে অতিরিক্ত ৫ লাখ ৭০ হাজার টাকার ১২টি প্রকল্প ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের ৪৭ লাখ ৪৯ হাজার ৯০০ টাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ৬৫টি সড়কে ও ১টি পৌরসভায় এডিবি’র ১ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৯০০ টাকার গ্রামীণ জনপদের রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে।
এর মধ্যে অতিরিক্ত ৫ লাখ ৭০ হাজার টাকার ১২টি প্রকল্পসহ ১১টি ইউনিয়নে ৫৯ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা, সংসদ সদস্য শাহীন চাকলাদারের ৪৭ লাখ ৪৯ হাজার ৯০০ টাকাসহ পৌরসভার ৫৭ লাখ টাকার সড়কের উন্নয়ন করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী জানান- এডিবির গ্রামীণ জনপদের উন্নয়ন কর্মকান্ডের মধ্যে ত্রিমোহীনি ইউনিয়নে ৭টি প্রকল্পে মোট ৪ লাখ ৩২ হাজার ২৫০ টাকা, সাগরদাঁড়ি ইউনিয়নে ১০টি প্রকল্পে মোট ৬ লাখ ৮১ হাজার ২৫০ টাকা, মজিদপুর ইউনিয়নে ১০টি প্রকল্পে মোট ৫ লাখ ৮৩ হাজার টাকা, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৮টি প্রকল্পে মোট ৪ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা, মঙ্গলকোট ইউনিয়নে ৯টি প্রকল্পে মোট ৫ লাখ ৬৫হাজার ২৫৯ টাকা, কেশবপুর সদর ইউনিয়নে ১০টি প্রকল্পে মোট ৫ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা, পাঁজিয়া ইউনিয়নে ৯টি প্রকল্পে মোট ৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা, সুফলাকাটী ইউনিয়নে ৮টি প্রকল্পে মোট ৫ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা, গৌরিঘোনা ইউনিয়নে ৯টি প্রকল্পে মোট ৫ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা, হাসানপুর ইউনিয়নে ৮টি প্রকল্পে মোট ৪ লাখ ৭৯ হাজার ২৫৯ টাকা, সাতবাড়িয়া ইউনিয়নে ৭টি প্রকল্পে মোট ৪ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা ও অতিরিক্ত ১২টি প্রকল্প ৫ লাখ ৭০ হাজার টাকা এবং কেশবপুর পৌরসভার ৫৬ লাখ টাকার উন্নয়ন হয়েছে।
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা জানান- এ অর্থ বছরে এডিবি’র উন্নয়ন কাজের অধিকতর স্বচ্ছতার জন্য টেন্ডার বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদারের মাধ্যমে উপজেলার জনপদের এডিবি’র টাকার উন্নয়ন করা হয়েছে।