শিরোনাম
সুনামগঞ্জ, ৯ জুলাই ২০২৩ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট-এ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
জেলা যুবলীগ আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মনজুর আহমেদের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, নির্বাহী সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।
সমাবেশে জেলার ১২ উপজেলার যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ দলীয় নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ-সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।