শিরোনাম
নাটোর, ৯ জুলাই ২০২৩ (বাসস): জেলার নলডাঙ্গা উপজেলায় আজ বাড়ির আঙ্গিনা ও আশপাশের পতিত জমিতে সবজি উৎপাদনে উৎসাহিত করতে দুইশ’জন নারীকে বিনামূল্যে পাঁচ প্রকারের সবজি বীজ প্রদান করেছে কৃষি বিভাগ।
আজ রোববার বিকালে উপজেলার মাধবপুর গ্রামে ৫০ জন নারীর হাতে এসব বীজ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস।
এরআগে, উপজেলার ছাতারভাগ গ্রামে ৫০ জন, দুর্লভপুর ও সাধনগর গ্রামে একশ’ জন নারীকে ১৩ প্রকারের সবজি বীজ প্রদান করা হয়। এগুলোর মধ্যে রয়েছে- লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ডাটা, বরবটি, পুঁইশাক, গীমা কলমি, সিম, মুলা, লালশাক, করলা, শশা ও ঝিঙ্গের বীজ।