বাসস
  ১০ জুলাই ২০২৩, ১৮:৪১
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৮:৪৭

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ব্যক্তিদের মধ্যে ষাঁড় বিতরণ

জয়পুরহাট, ১০ জুলাই ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলায় আজ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শতাধিক ব্যক্তির মধ্যে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণি সম্পদ বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।