বাসস
  ১০ জুলাই ২০২৩, ১৮:৪৯
আপডেট  : ১০ জুলাই ২০২৩, ১৯:২৬

সুনামগঞ্জে হত্যা মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড 

সুনামগঞ্জ, ১০ জুলাই ২০২৩ (বাসস): জেলায় আজ সামছুল হক হত্যা মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 
আজ সোমবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১ এর বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি সাহাব উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। 
রায় ঘোষণার সময় আসামি সাহাব উদ্দিন আদালতের এজলাসে উপস্থিত ছিল।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া। 
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ অক্টোবর বিকালে সামছুল হক তার স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাননি। নিখোঁজের তিনদিন পর একই উপজেলার ইসলামপুর গ্রামে হাওরের জমিতে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় সামছুল হকের মরদেহ পুলিশ উদ্ধার করা যায়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 
পুলিশ মামলার তদন্ত শেষে সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাহাব উদ্দিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার প্রক্রিয়া শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ আসামি সাহাব উদ্দিনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।