বাসস
  ১০ জুলাই ২০২৩, ১৯:৩১
আপডেট : ১০ জুলাই ২০২৩, ২০:০৮

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের ফাঁসি 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১০ জুলাই, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির রায় দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামীর আদালতে উপস্থিত ছিলেন। 
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলার আমতালা গ্রামের শফিউদ্দিন হাওলাদারের ছেলে মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার(৩২), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ শিকদার (১৯) ও কুশলী গ্রামের মন্টু শিকদারের ছেলে সাজেদুল ইসলাম(২৩)।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০২১ সালের ৭ অক্টোবর লুৎফর মোল্লাকে খুনিরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায়  ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার তাকে মৃত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় হত্যাকান্ডের শিকার লুৎফর মোল্লার ছেলে সজীব মোল্লা বাদী হয়ে ৮ অক্টোবর টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ্য ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ সোমবার দুপুরে ৩ জনকে দোষীসাব্যস্ত  করে ফাঁসির রায় ঘোষণা করেন।
মামলার বাদী নিহতের ছেলে সজিব মোল্লা বলেন, আমার বাবা হত্যার এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আমরা সঠিক বিচার পেয়েছি। আশাকরি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।
মামলার বাদী পক্ষের আইনজীবী আজগার আলী খান বলেন, মামলার রায়ে সঠিক বিচার পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানাই আমরা।
মামলার আসামী পক্ষের আইনজীবী মো. আবু সুফিয়ান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখান থেকে সকল আসামি বেকসুর খালাস পাবেন।