বাসস
  ১১ জুলাই ২০২৩, ০৯:৫২
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৯:৫৪

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়া, ১১ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার দুপচাচিয়া উপজেলায় সোমবার  জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার  সন্ধ্য ৬টায়  ওই উপজেলার খানপুর উত্তরপাড়া গ্রামে এ  দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যা ৬ টায়  আলমগীর হোসেন জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।