শিরোনাম
নড়াইল, ১১ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে ১’শ ৭৫ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ করা হয়েছে। এবছর পাটের ভালো দাম পাবে বলে আশা কৃষকদের।
নড়াইল কৃষি -সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, নড়াইল জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৩ হাজার ৪’শ ৭০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২৩ হাজার ৬’শ ৪৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৫ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিবানন্দপুর গ্রামের কৃষক ইশারত শেখ বলেন, আমার এক একর জমিতে পাটের আবাদ করা হয়েছিলো ফলন ভালো হয়েছে। আশা করছি এবার ভালো দাম পাবো।
লোহাগড়া উপজেলা দেবী গ্রামের ইকরাম বলেন, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় চলতি বছরে পাটের আবাদ ভালো হয়েছে। পাটের সঠিক মূল্য পেলে আমরা বেশি লাভোবান হবো।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৫ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এবছর জেলার ১৮ হাজার কৃষককের মাঝে নতুন পাট (বারি-১) বীজ দেয়া হয়েছে। পাটের ফলন ভালো হয়েছে।
তিনি আরো বলেন, হেক্টর প্রতি ১১ দশমিক ৫১ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় কৃষক পাটের নায্য মূল্য পাবে।