বাসস
  ১১ জুলাই ২০২৩, ১১:২৬

ভোলায় প্রান্তিক কৃষকের মাঝে ২৫ হাজার নারকেল চারা বিতরণ

ভোলা, ১১ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার ৭ উপজেলায়  সম্প্রতি  হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫ হাজার উন্নত জাতের নারকেল চারা বিতরণ করা শুরু হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে জেলায় নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব চারা বিতরণ চলছে। এতে করে বাড়ির পাশের পতিত জমির শতভাগ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশি উন্নত জাতের এসব নারকেল গাছে ৪-৫ বছরের মধ্যে ব্যপক ফলন হয়।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, লবনাক্ত জমিতে নারকেল গাছ ভালো হয়। তাই উপকূলীয় এলাকায় এর ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। জেলার মোট নারকেল চারাপ্রাপ্ত কৃষকদের মধ্যে সদর উপজেলায় ৭’শ জন কৃষক, দৌলতখানে ৩’শ ৯৫, বোরহানউদ্দিনে ৫’শ ৪০, লালমোহনে ৬’শ ৩৫, তজুমদ্দিনে ৩’শ ১৫, চরফ্যাশনে ২ হাজার ১’শ ও মনপুরায় ৩’শ ১৫ কৃষক রয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর বাসস’কে জানান, এ জেলায় প্রাচীণকাল থেকেই নারকেল উৎপাদন হয়ে আসছে। তাই সরকার এর উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রান্তিক কৃষকের মাঝে নারকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কাজ সম্পন্ন হবে।