শিরোনাম
ভোলা, ১১ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৯ জন অসহায় রোগীর মধ্যে ২৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে উপজেলা অডিটরিয়ামে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. বাহাউদ্দিন পারভেজ।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা ভাবেন। তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অসুস্থ্য অসহায় মানুষের চিকিৎসার জন্য এই অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন সরকার অসহায় মানুষের জন্য এমন সহায়তা করেনি।
অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ৩৭ জন, কিডনি রোগে দুইজন, লিভার সিরোসিসে দুইজন, স্ট্রোকে প্যারালাইজড একজন, জন্মগত হৃদরোগী পাঁচজন ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুইজনকে চেক বিতরণ করা হয়।