বাসস
  ১১ জুলাই ২০২৩, ১৮:০৮

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নড়াইল, ১১ জুুলাই ২০২৩ (বাসস): জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুুষ্ঠিত হয়েছে
এ উপলক্ষে আজ ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালী, লিফলেট বিতরণ, সংক্ষিপ্তসভা ও ফগার মেশিনের মাধ্যমে এডিস মশা নিধনের জন্য ঔষধ স্প্রে করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগ ও নড়াইল পৌরসভার যৌথ আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কার্যক্রম প্রধান অতিহি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, সবাইকে ডেঙ্গুর বিষয়ে সচেতন হতে হবে, কোন অবহেলা করা যাবে না। আধুনিক নড়াইল সদর হাসপাতালে  বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। আগামী একমাস বিনামূল্যে এ পরীক্ষা করা হবে।