শিরোনাম
গাজীপুর, ১১ জুলাই, ২০২৩(বাসস): “নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু হতে মুক্ত থাকি” এই প্রতিপাদ্যে জেলার কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ স্কাউটস কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবিউল হোসেন, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুর রহমান আরমান, এল.টি শাহনাজ বেগম, স্কাউট শিক্ষক আব্দুল আলীম প্রমুখ।
পরে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জ উপজেলা স্কাউটের নির্বাহী কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।