বাসস
  ১১ জুলাই ২০২৩, ১৮:৩৯

জয়পুরহাটে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে হাঁস- মুরগি বিতরণ

জয়পুরহাট, ১১ জুলাই ২০২৩ (বাসস) : জেলার পাচঁবিবি উপজেলায় আজ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগিদের মধ্যে বিনামূল্যে হাঁস-মুরগি এবং হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হাঁস- মুরগি এবং হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না । 
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ায কাযমীর প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একশ’ জন সুবিধাভোগীকে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের হাঁস- মুরগি এবং হাঁস- মুরগি রাখার জন্য জনপ্রতি একটি করে টিনের ঘর দেওয়া হয়।