বাসস
  ১২ জুলাই ২০২৩, ১০:১০
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:১৬

গাজীপুরে হকার্স মার্কেটে অগ্নিকান্ড

গাজীপুর, ১২ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার কোনাবাড়ী এলাকায় হকার্স মার্কেটে  মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী হকার্স মার্কেটে প্রায় দুই শতাধিক কাপড়ের দোকান রয়েছে। মঙ্গলবার  ১২টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১টা ১০ মিনিটে নির্বাপণ করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে জানা যায়নি।