বাসস
  ১২ জুলাই ২০২৩, ১৩:৪৮

গাজীপুরের কালীগঞ্জে উপকারীভোগীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

গাজীপুর, ১২ জুলাই,২০২৩ (বাসস) : জেলার কালীগঞ্জে  আজ উপকারীভোগী নারী-পুরুষদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণে নগদ অর্থের চেক এবং ভাতার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ব¡রে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মহিলা বিষয়ক অফিসের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৬৭টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ১৮০ বান্ডিল ঢেউটিন ও গৃহ নিমাণ মঞ্জুরীর প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আইজিএ ১৮তম ব্যাচের ফ্যাশন ডিজাইন, ক্রিষ্টাল শো পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং ট্রেডে ৫০ জন প্রশিণনার্থীর প্রত্যেককে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত বাবদ প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। ২টি ট্রেডে ৫ লক্ষ ৯৯ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলায় শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন ট্রেডে ৮৪৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে ৮২ লক্ষ ১৬ হাজার ৫শ টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।